সম্মানিত অভিভাবকবৃন্দ,
আস্সালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য "আলহামদুলিল্লাহ"। প্রতিটি নতুন বছর আমাদের নতুন আশা, নতুন উদ্দীপনা এবং নতুন স্বপ্ন নিয়ে আসে। প্রতিটি নতুন বছর নিয়ে আসে পরিবর্তন, এই পরিবর্তন প্রত্যাশিত ও কাঙ্খিত জীবনের লক্ষ্যে। এ সকল প্রতিদ্ধন্দ্বিতা মোকাবেলার জন্য প্রয়োজন হয় নতুন পদ্ধতির, নতুন কারিগরি জ্ঞানের এবং নতুন মূলধনের। আমরা সত্যিকার অর্থে চেষ্টা করি এ সকল বিষয়ের সঠিক ব্যবহার করে আমাদের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ও নৈতিক এবং ধর্মীয় জ্ঞানের আলোকে দেশ ও জাতির সম্পদ হিসেবে গড়ে তোলার।
এস এম সুলতান ল্যাবরেটরী স্কুল সম্পূর্ণ ব্যতিক্রমী একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের চিন্তা-চেতনা এবং দৃষ্টি শুধুমাত্র শ্রেণিকক্ষে শিক্ষাদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা আমাদের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বর্ধিত সহ- শিক্ষাক্রমে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান করি। শিক্ষার্থীরা এখানে খেলাধুলার মাঠে, সাংস্কৃতিক মঞ্চে এবং নেতৃত্ব প্রদানকালীন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। আমরা সবকিছুতে উচ্চমান আশা করি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষায় শ্রেষ্ঠত্ব, কঠোর পরিশ্রমী এবং অন্যের অধিকার ও প্রয়োজনের প্রতি যত্নবান হতে উৎসাহিত করি।
আমাদের চূড়ান্ত লক্ষ্য-উদ্দেশ্য ও প্রত্যাশা শিক্ষার্থীদের পার্থিব সর্বোচ্চ সফলতা অর্জন এবং মহান সৃষ্টিকর্তা যিনি উদার ও মহানভুব তার ক্ষমা অর্জনের মধ্য দিয়ে পরকালের মুক্তি লাভ। অবশ্যই এই সংক্ষিপ্ত তথ্যানির্ভর পাঠটি আমাদের স্কুল পরিদর্শনের বিকল্প হতে পারে না। আমরা আপনাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাই, যে কোন কর্মদিবসে আমাদের স্কুল পরিদর্শনে এবং স্কুলের বিশেষ শিক্ষা কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য। পরিশেষে, আপনাদের সার্বিক সহযোগীতা ও সু-পরামর্শ পেলে আমরা একটি উন্নত ও আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো, ইনশা-আল্লাহ।
মোঃ আনোয়ার হোসেন
বি. এস. এস, এম.এস.এস (অর্থনীতি)
প্রধান শিক্ষক
এস এম সুলতান ল্যাবরেটরী স্কুল